বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে

শনিবার ভোর ৬টা হতে সোমবার ভোর ৬টা পর্যন্ত বগুড়া জেলায় আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চেলোপাড়ায় ১৮ দলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।তিনি বলেন, বেগম জিয়াকে অবরুদ্ধ দশা থেকে মুক্তি না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে অন্যান্যের মাঝে  বক্তব্য রাখেন জেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্‌ মোঃ মেহেদী হাসান (হিমু)জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমানসহ ১৮ দলের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দাবিতে বুধবার ভোর ৬টা হতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল পালন করছে ১৮ দল।