রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

আগামীকালও চলবে ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ : খালেদা জিয়া

আগামীকালও ‘মার্চ ফর ডেমোক্র্যাসি কর্মসূচি’ চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বেলা চারটায় এ ঘোষণা দেন তিনি।এর আগে ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’তে অংশ নিতে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হন। কিন্তু বাসার বাইরে পুলিশ বেরিকেড দেয়ায় তার গাড়ি সড়কে আসতে পারেনি। এসময় মার্চ ফর ডেমোক্র্যাসিতে কেন যেতে দেয়া হচ্ছে না তা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, আমাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাকে যেতে দিন, যেতেই হবে।
এর কিছুক্ষণ আগে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে পতাকা হাতে বাড়ির প্রধান ফটকে অবস্থান নেন । 
এর আগে, মার্চ ফর ডেমোক্র্যাসি কর্মসূচিতে যোগ দিতে পুলিশ ও সরকারের সকল বাধা উপেক্ষা করে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার জন্য গাড়িতে বসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় আধা ঘণ্টা তিনি গাড়িতে বসে অপেক্ষা করেন।রোববার বেলা ৩টার পরে বাড়ির নিচে গেটের পাশে অবস্থান নেন। যেকোনো উপায়ে তিনি বাসভবন থেকে বের হয়ে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের কাছে আসার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিরোধী দলের নেতার বেসরকারি প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল অব. আবদুল মজিদ।
এদিকে গুলশানের বাসভবনের সামনে এক ধরণের রণ প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্যরা আছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
শনিবার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার গেটে সতর্ক অবস্থান নিয়েছে মহিলা পুলিশ। রোববার ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ কর্মসূচি শুরু হওয়ার প্রাক্কালে ভোর থেকে তার বাসায় ১৭ প্লাটুন অতিরিক্ত পুলিশ

মোতায়েনকরা হয়েছে। বাসার চারিদিকে বাঁশ দিয়ে নতুন করে শক্ত ব্যারিকেড দেয়া হয়েছে।
এছাড়া বাসভবনের সামনের রাস্তার দুই পাশে পাঁচটি বালু বোঝাই ট্রাক রাখা হয়েছে। এগুলোর মধ্যে পূর্ব দিকে দুটি আর পশ্চিম দিকে তিনটি ট্রাক আড়াআড়ি করে রাখা হয়েছে।

কর্মসূচি ঘোষণার পরই হাফিজ আটক রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শেষে বেরিয়ে যাওয়ার সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে আটক করে..


বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন বীর বিক্রম আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় প্রেস কাব এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করার পরপরই তাকে আটক করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে তিনি ৫ জানুয়ারির নির্বাচন বন্ধের লক্ষ্যে আগামীকাল ১৮ দলের পক্ষ থেকে রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলনে বাধা দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান এ সাড়া দিয়ে 'মার্চ ফর ডেমোক্রেসি'তে অংশ নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে ৩০ রোজ ডিসেম্বর সারা দেশ থেকে দল-মত, শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণনির্বিশেষে সক্ষম নাগরিকদের লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে অভিযাত্রা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান এ সাড়া দিয়ে 'মার্চ ফর ডেমোক্রেসি'তে অংশ নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে ৩০ ডিসেম্বর সারা দেশ থেকে দল-মত, শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণনির্বিশেষে সক্ষম নাগরিকদের লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে অভিযাত্রা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।